৪ শিক্ষক-কর্মচারীর নামে গ্রেপ্তারি পরোয়ানা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৩, ২৩:০৫
অ- অ+

মাদারীপুরের রাজৈর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪ জন শিক্ষক নেতা-কর্মচারীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে.এম আলমগীর হোসাইন ৪ আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদার জানান, মাদারীপুর জেলার রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক ও একই উপজেলার নরারকান্দি গ্রামের বিথী আক্তার শিক্ষক-কর্মচারীদের কল্যাণে গঠিত ওই প্রতিষ্ঠান থেকে ২০১৯ সালে দুই লাখ টাকা ঋণ গ্রহণ করেন। এরপর থেকে কিস্তি বাবদ তিনি জমা দিয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৮৩ টাকা। ওই প্রতিষ্ঠানে তার সঞ্চয় জমা রয়েছে ২২ হাজার টাকা। সঞ্চয় ও কিস্তি বাদে তার কাছে প্রতিষ্ঠানের পাওনা ছিল মাত্র ১১ হাজার ৯১৭ টাকা।

বাদী পক্ষের আইনজীবী আরও জানান, ঋণ দেয়ার সময় প্রতিষ্ঠানের লোকজন তার কাছ থেকে একাধিক অলিখিত চেকে জোর করে স্বাক্ষর রেখে দেয় এবং ১১ হাজার ৯১৭ টাকা পাওনার বিপরীতে অলিখিত একটি চেকে ৩ লাখ ৫৬ হাজার ৬১ টাকা লিখে একটি মামলা করেন। আদালত বাদীর অভিযোগ জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস এ এম ফরহাদ রাহী মীর চলতি বছর ২ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তিনি তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন, ওই প্রতিষ্ঠান ঋণ বিতরণের সময় বিথী আক্তারের কাছ হতে ৮টি ব্লাঙ্ক (অলিখিত) চেকে স্বাক্ষর রেখেছেন।

মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে.এম আলমগীর হোসাইন ওই তদন্ত প্রতিবেদনের আলোকে ৪ জন আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

(ঢাকাটাইমস/০১ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা