রূপগঞ্জে নাশকতাকারীদের ঠাঁই নেই: পাপ্পা গাজী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৮:০৪ | প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৩, ১৭:৪৩

বিএনপি-জামায়াতের যেকোনো অবৈধ ও ধ্বংসাত্মক কর্মসূচি কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা। বলেছেন, ‘রূপগঞ্জে নাশকতাকারীদের ঠাঁই নেই’।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় এক পথসভায় তিনি একথা বলেন। বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ প্রতিরোধে এ সমাবেশের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেন, ‘রাস্তায় আসুন, দিনের বেলায় আসুন, চোরাগুপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোনো লাভ নেই। সংবিধান অনুযায়ী জানুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, আপনারা সংবিধানকে অবহেলা করছেন।’

তিনি বলেন, ‘আপনারা জানেন প্রত্যেকটি ঘরে শিশু আছে। এই পরীক্ষার সময় তাদের স্কুলে যেতে বাধা সৃষ্টি করছেন। তাদের পিতা-মাতারা চিন্তিত। এ শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে আপনারা কি জনগণের ভালোবাসা পাবেন?’

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলেন, ‘বিএনপির যদি কোনো দাবি দাওয়া থাকে তারা শান্তিপূর্ণভাবে তা উপস্থাপন করতে পারত। কিন্তু বিএনপি তা করে নাই। আপনারা (বিএনপি) আগেও তা করেন নাই, এখনো করছেন না। আপনারা জনগণের সম্পদ ধ্বংস করছেন। আপনারা অবৈধ অবরোধ দিয়েছেন, কিন্তু আপনারা এসে দেখেন জনগণ অবরোধ মানে নাই। যদি আপনারা কোনো সম্পদ ধ্বংস করেন, কোনো শিশুর ভবিষ্যৎ নষ্ট করেন, আপনাদের প্রতিরোধ করার জন্যে আমরা জনগণ আছি, আমরাই যথেষ্ট।’

তিনি বলেন, ‘আপনারা (বিএনপি) পুলিশের গায়ে হাত তুলেছেন, পুলিশকে নিহত করেছেন, সাংবাদিকদের গায়ে হাত তুলেছেন, হাসপাতালে অগ্নিসংযোগ করেছেন। পুলিশের গায়ে যে ইউনিফর্ম সেটি ১৬ কোটি মানুষের দেওয়া ইউনিফর্ম, পুলিশের গায়ে হাত দেওয়া যায় না। আপনাদের এই ভুলের খেসারত দিতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শান্তিকামী মানুষ বিভিন্ন এলাকায় পাহারা দিচ্ছেন। তাদের কাজ হচ্ছে কেউ কোথাও অরাজকতা করলে, জনগণের সম্পদ ধ্বংস করতে চাইলে পুলিশ প্রশাসনকে অবহিত করা। সম্মিলিতভাবে তাদের রুখে দেওয়া। বিএনপি-জামায়াতের যেকোনো অবৈধ ও ধ্বংসাত্মক কর্মসূচি জনগণ প্রতিহত করে দেবে।’

এদিন সকালে প্রথমে তারাব বিশ্বরোড এলাকায় এবং পরবর্তীতে মুড়াপাড়া বাজার ও মঠের ঘাট, ভূলতা গাউসিয়া এশিয়ান হাইওয়ের কাঞ্চন মায়ার বাড়ি, পূর্বাচল এক্সপ্রেসওয়ে ও চনপাড়া শেখ রাসেল নগর এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক, মাহবুবুর রহমান ভূইয়া মেহের, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান, হাবিবুর রহমান হারেজ, হাফিজুর রহমান সজীব, প্রচার সম্পাদক মাছুম চৌধুরী অপু, উপজেলা যুবলীগের সভাপতি x ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূইয়া, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস, ভূলতা ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফ আহমেদ ভূইয়া, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদ আলী, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল, এমায়েত হোসেন, হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভূইয়া, মিজানুর রহমান মিজান, তারাব পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, আনোয়ার হোসেন, আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ঈমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজ, সাধারণ সম্পাদক ফরিদ ভূইয়া মাছুম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সীমা রাণী পাল শীলা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা প্রমুখ।

মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা শেখ হাসিনা’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের জ্যেষ্ঠ পুত্র গাজী গোলাম মূর্তজা পাপ্পা। তিনি এই উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি। আগামী নির্বাচনকে সামনে রেখে পিতার হাতকে আরও বেশি শক্তিশালী করতে মাঠে সরব রয়েছেন গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

(ঢাকাটাইমস/২নভেম্বর/এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :