আলফাডাঙ্গায় ঘাস ক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘাস ক্ষেত থেকে জাফর শরীফ (৪০) নামে এক সমিল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিঠাপুর এলাকায় এক নেপিয়ার ঘাস ক্ষেতের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জাফর শরীফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুসুমদী এলাকার মৃত মেকেন শরীফের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাফর শরীফ বুধবার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরে বৃহস্পতিবার নেপিয়ার ঘাসের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, ‘জাফর শরীফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক মৃত্যুর আসল কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। রিপোর্ট অনুসারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
(ঢাকাটাইমস/০৩নভেম্বর/এমআই/এসএ)

মন্তব্য করুন