আ.লীগ চায় যে যার ধর্ম সুন্দরভাবে পালন করবে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ধর্ম নিয়ে অনেকেই রাজনীতি করেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মের জন্য যা করেছেন, যে সুযোগ সুবিধা দিয়েছেন, বিশেষ করে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে তিনি যে সাহসী ভূমিকা নিয়েছেন তা ইসলামি অনেক ধনী রাষ্ট্র করতে পারে নাই।
শুক্রবার দুপুরে ব্যক্তিগত অর্থায়নে মাদারীপুরের শিবচরে দাদাভাই উপশহর দ্বিতল জামে মসজিদের প্রথম জুমার নামাজ আদায়ের আগে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, আল্লাহ অনেক মুসলিম রাষ্ট্রকে গ্যাস, তেল দিলেও তারা এত বড় সাহস দেখাতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা করে দেখিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেও দৃষ্টান্ত স্থাপন করেছেন। এগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে আমরা আওয়ামী লীগ নেতাকর্মীরাও মসজিদ নির্মাণ করছি। আমরা চাই যার যার ধর্ম সে সুন্দরভাবে পালন করবে।
এদিন চিফ হুইপ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক দাদাভাই হাউজিং প্রকল্প ১, ২ ও ৩ শিবচর পৌরসভার নিকট হস্তান্তর অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে চিফ হুইপের সহধর্মিনী জিনাত পারভীন চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, সংরক্ষিত আসনের এমপি নাহিদ ইজাহার খান, পরিবেশ বিজ্ঞানী ডক্টর আনচারুল করিম, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, হুইপের ভাই ফিরোজ কবির চৌধুরী, হুইপের জামাতা আইমান করিম, জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন