মাদারীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এক নারী নিহত, আহত ২০

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৩, ১৭:৪৮| আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২১:২১
অ- অ+

মাদারীপুরে ট্রাক ও যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে মলিনা বেগম (৬৫) নামের এক নারী মারা গেছেন। এই ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল অপরদিক থেকে একটি বালুবাহী ট্রাক আসছিল। পথিমধ্যে সমাদ্দার এলাকায় আসলে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী মারা গেছেন। এছাড়াও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর ও রাজৈরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় সাকুরা পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ রহমান বলেন, বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সাকুরা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী মারা গেছেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হসাপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা