রাজধানীতে চার বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৩, ২২:১৪
অ- অ+

বিএনপির ডাকা দ্বিতীয় ধাপের অবরোধের প্রথম দিন রবিবার সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে চারটি বাসে আগুন দেয়ার তথ্য পেয়েছে ঢাকা টাইমস। সকাল থেকেই পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করে।

খিলগাঁওয়ের বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় সকাল ৮টার দিকে অছিম পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন সবুজ (৩০) নামে অপর এক গাড়ির চালক। সবুজের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে, বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা ঢাকা টাইমসকে জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দেওয়ার সময় বাসের দরজায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দগ্ধ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

বার্ন ইনিস্টিউটের চিকিৎসকরা ঢাকা টাইমসকে জানিয়েছেন, সবুজের শ্বাসনালীসহ শরীর ২৮ শতাংশের মতো দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

ঢাকা টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে সবুজ মিয়া বলেন, ‘অছিম পরিবহন’ বাসে করে আমি বাসায় যাচ্ছিলাম। মেরাদিয়া নামতে বাসের গেটের সামনে যেতেই ৩০ বছর বয়সী এক যুবক গাড়ির দরজার দিকে পেট্রলবোমা নিয়ে এগিয়ে আসে। আমি বাসের গেট থেকে নামার আগেই কালো টিশার্ট পরা যুবক আমার শরীরে পেট্রলবোমা মারে। এরপর সবাই ছুটাছোটি করলে গাড়িতে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যায়।

সবুজ মিয়া বলেন, আমিসহ আরও অনেকেই আহত হয়েছেন। অনেকেই বাসের জানালা দিয়ে নামতে গিয়ে আহত হন। তবে আমি গেটের সামনে থাকায় সঙ্গে সঙ্গে আমার চেহারা ও শরীরে আগুন লেগে যায়। পরে এলাকাবাসী আমাকে হাসপাতালে নিয়া যায়।

এদিকে বিকাল ৩টার পর থেকে রাত ৯টার মধ্যে তিনটি বাসে আগুন দেয় দুর্বিত্তরা। এ সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চৈতালী, এয়ারপোর্ট এভিনিউ ও শিকড় বাসে আগুন দেয়া হয়।

বিকাল ৩টার দিকে মিরপুরে বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত চৈতালী বাসে আগুন দেওয়া হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে বাংলামোটরে এয়ারপোর্ট এভিনিউ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সর্বশেষ সন্ধ্যা ৭টার দিকে মিরপুর সাড়ে এগারোতে শিকড় নামে একটি বাসে আগুনের খবর জানায় ফায়ার সার্ভিস।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এমএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা