চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৩, ১৫:০৬| আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৫:৩৮
অ- অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন স্টেশন মাস্টার আব্দুল সোবহান আকন্দ (৭০)।

নিহত আব্দুস সোবহান ওই স্টেশনেরই (টিএলআর) স্টেশন মাস্টার।

নিহত আব্দুস সোবহান গাইবান্ধার পৌর এলাকার জুম্মাপাড়ায় বলে জানা গেছে। দুর্ঘটনার কবলে পড়ে তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান।

এর আগে সকালে ডিউটি শেষে বাড়ি ফেরার জন্য করতোয়া ট্রেনে উঠতে গিয়ে এই দূর্ঘটনার শিকার হন তিনি।

মহিমাগঞ্জ রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে স্টেশন মাস্টার খলিলুর ররহমান জানান, আব্দুস সোবহান মহিমাগঞ্জ স্টেশনে টিএলআর (চুক্তিভিত্তিক) স্টেশন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নেন। এ সময় চলন্ত করতোয়া ট্রেনে উঠার চেষ্টা করে। এতে তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে, তার ডান হাত ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয় যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত আব্দুস সোবহানকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

(ঢাকা টাইমস/০৭নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ-এমপিভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বাণিজ্য, বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা