যশোরে স্কুলছাত্র হত্যা: আটক ৫

যশোরে শহরের চুড়িপট্টিতে স্কুলছাত্র ও দোকানকর্মী রাজিম হাসান ওরফে সাজেদ (১৭) হত্যার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ দেখে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে।
এ ব্যাপারে শুক্রবার রাতে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, চুড়িপট্টি এলাকায় রাজিম হোসেন হত্যাকাণ্ডে জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনার পেছনে কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। আটককৃতদের নাম ও মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এদিকে নিহতের বাবা বাদল খান ও বড় ভাই হাফিজুর রহমান ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।
(ঢাকাটাইমস/১০ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন