পুলিশ হত্যা মামলায় যুবদল-ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৩, ১৩:১২| আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৩:২৪
অ- অ+

বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে (৩২) হত্যা ঘটনায় করা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. ইউসুফ আলী।

রবিবার সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জাকির হোসেন জসিম ফেনী জেলা যুবদলের সভাপতি। শনিবার রাতে ফেনী সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। মো. ইউসুফ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি। তাকে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেইহাচর-মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর সদস্যরা।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় পর দিন পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওইদিনই দুই জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তারা হলেন—শামীম রেজা ও মো. সুলতান। শামীম গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার যুবদলের আহ্বায়ক। তাকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। সুলতানকে গ্রেপ্তার করা হয় ঢাকার ডেমরা এলাকা থেকে।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা