নববধূকে কুপিয়ে হত্যার ঘটনায় ভাবি গ্রেপ্তার

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৩, ১৯:৫৫
অ- অ+

কুমিল্লার নাঙ্গলকোটে বাবার বাড়িতে নববধূ ঝর্ণা আক্তারকে কুপিয়ে হত্যার অভিযোগে তার বড় ভাইয়ের স্ত্রী ফুল নাহার আক্তার কলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে ফুল নাহারসহ সাত জনকে আটক করে পুলিশ।

নিহত ঝর্ণা নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামের চা দোকানদার আব্দুল জলিলের মেয়ে।

আটককৃতরা হলেন, ফুল নাহার আক্তারের মা কহিনুর আক্তার, কেন্দ্রা গ্রামের খোকনের মেয়ে ও নিহত ঝর্ণার বান্ধবী খুকি আক্তার, তার ভাই মোহাম্মদ পরান, একই গ্রামের শফিকুর রহমানের মেয়ে গোল রেহান।

নিহত ঝর্ণার বাবা আব্দুল জলিল নাঙ্গলকোট থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার বলেন, পারিপার্শ্বিক অবস্থায় হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকায় নিহতের ভাবি ফুল নাহার আক্তার কলিকে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচজন
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা