তেলাপোকা মারার ওষুধ খেয়ে প্রাণ গেল শিশুর

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৩, ২১:১০| আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২১:১৭
অ- অ+

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেলাপোকা মারার ওষুধ খেয়ে নিশান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিশান উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

নিহতের নানি সাহিদা বেগম জানান, তেলাপোকা মারার জন্য বাজার থেকে ওষুধ নিয়ে আসে তার বাবা। নিশান খেলার ফাঁকে সবার অজান্তে ওই ওষুধ খেয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হোমায়ারা খাতুন জানান, শিশুটিকে নিয়ে আসার পথে মারা গেছে। তার মুখে গন্ধ ছিল।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃঞ্চ দেবনাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শামীমা আক্তার ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার
যুগোপযোগী ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন করলো হাইওয়ে পুলিশ
‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’
ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা