প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
টাকার প্রলোভন দেখিয়ে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা পুলিশ।
মামলার এজহার সূত্রে জানা যায়, নীলফামারী সদরের পলাশ বাড়ি ইউনিয়নের ঘোনপাড়ায় দুজনের বাড়ি। অভিযুক্ত তপন চন্দ্র রায় বীরেনদ্রনাথ রায়ের ছেলে। তপন কিছুদিন ধরেই শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে বিভিন্ন সময় নাস্তা ও টাকার লোভ দিয়ে আসছিলে। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাতে যুবক শ্রী তপন চন্দ্র রায় ভুক্তভোগীকে ২০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে সুকৌশলে পাশ্ববর্তী নির্মাণাধীন বাড়ির ভেতরে নিয়ে ধর্ষণ করে। এ সময় ঐ প্রতিবন্ধী কিশোরী ঠিকমতো হাটতে না পারলে তার দাদী জিজ্ঞাসা করলে সে বলে তপন আমাকে ২০ টাকা দিয়ে খারাপ কাজ করছে।
এ বিষয়ে তার মা বাদী হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নীলফামারী থানায় অভিযোগ করেন। নীলফামারী থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত তপন চন্দ্র রায়কে আমরা গ্রেপ্তার করেছি।
(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/ইএইচ)