জামালপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৩, ১৫:৫৫
অ- অ+

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শারীরিক প্রতিবন্ধী শামীম হত্যা মামলার আসামি মো. আনোয়ারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। বুধবার রাতে গাজীপুর জেলার বাসন উপজেলার রওশন সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আনোয়ার বকশিগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নিলক্ষিয়া দক্ষিন কুশলনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। গ্রেপ্তার আনোয়ার নিহতের চাচাতো ভাই।

জামালপুর র‍্যাব-১৪, স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিহত শামীম মিয়ার বাবা শফিকুল ইসলামের সাথে পূর্বে থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তার জেরে গত (৩ অক্টোবর) বেগুনের চারা রোপণকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় শামীমকে প্রথমে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার শিকার শামীমে মা বাদী হয়ে গত (৪ অক্টোবর) বকশিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যার পর থেকেই আসামি ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। এ ঘটনায় পলাতক আসামি আনোয়ারের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে র‍্যাব।

আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বকশিগঞ্জ থানায় তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৫নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা