গান পাউডার ও পেট্রলবোমাসহ বিএনপির চারজন আটক

গান পাউডার ও পেট্রলবোমাসহ রাজপথের বিরোধীদল বিএনপির চার কর্মীকে আটক করেছে ভাটারা থানা পুলিশ।
আটককৃতরা হলেন- রাজিব আহম্মেদ (৩৫), মহানগর উওর ছাত্রদল। মাহফুজুর রহমান (২৬), সাবেক সহসভাপতি ভাটারা-কেন্দুয়া ছাত্রদল। জাকির হোসেন মাসুম ( ৩০), সদস্য সচিব সেচ্ছাসেবক দল। ইয়াসিন শাকিল। তিনি পল্লবী থানার ছাত্রনেতা।
এই চারজনকে আটকের বিষয়ে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাকারিয়াস দাস।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আটককৃত চারজন বিএনপির নেতা। তাদের কাছ থেকে পেট্রলবোমা এবং গান পাউডার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
(ঢাকা টাইমস/১৬নভেম্বর/এজে)

মন্তব্য করুন