ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে গাছ ভেঙে প্রাণ গেল ২ জনের

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ২০:৫১ | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৩, ২০:৪৭

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝড়ো হাওয়ায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গাছের ডাল ভেঙে আব্দুল ওহাব (৭১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার বিকালে উপজেলার মগধরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আব্দুল ওহাব মগধরা ইউনিয়নের হানিফ মাঝির বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ।

উপপরিদর্শক বাবুল চাকমা বলেন, বাতাসের কারণে ঘাগড়া বাজার ডাকবাংলো সিড়ি এলাকায় একটি চলন্ত সিএনজি অটোরিকশার ওপর গাছ পড়ে চালক ও এক শিশু আহত হয়েছে। চালককে হাসপাতাল নেওয়া হয়েছে। চার যাত্রী সুস্থ আছেন। এদিকে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে শুরু হয় তীব্র বাতাস। এ সময় বাতাসে গাছের ঢাল ভেঙে পড়ে আবদুল ওহাব (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হানিফ মাঝির এলাকার বাসিন্দা।

মিরসরাইয়ে সিদরাতুল মুনতাহা নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাগাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মুনতাহা ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

এদিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে চালকসহ এক শিশু আহত হয়েছেন। দুপুরে ঘাগড়া বাজার ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘাগড়া বাজার রেস্টহার্ট পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) উপপরিদর্শক (এসআই) বাবুল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত সিএনজি অটোরিকশা চালক মো. লিয়াকতকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অটোরিকশায় চারজন যাত্রী থাকলেও তাদের মধ্যে ১২ বছরের এক শিশুর ঠোঁট ফেটে গেছে। অন্য তিনজন যাত্রী অক্ষত আছেন।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :