ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব: মৌলভীবাজারে ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৩, ১১:০৪

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মৌলভীবাজারে পাকা-আধপাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্য বেশিরভাগই ক্ষেতে নষ্ট হয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক শামসুদ্দিন আহমেদ ঢাকা টাইমসকে জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ঝড়ের কবলে পড়ে পাকা-আধপাকা ধান মাটির সঙ্গে মিশে গেছে। পাশাপাশি শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

অপরদিকে মিধিলির প্রভাবে মৌলভীবাজার জেলা দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল।

মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মো. ফজলুল করিম জানান, মিধিলির প্রভাবে শুক্রবার বিকালে ৩৩ কেভি জাতীয় গ্রিড লাইনের দুটি পিন ইন্সুলেটর ফেটে গেলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। আমাদের দুটি কারিগরি টিম রাত একটা পর্যন্ত চেষ্টার পর ত্রুটি শনাক্ত করে। পরে রাত সোয়া একটার পর মৌলভীবাজারের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়।

মৌলভীবাজারের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা চাঁদু মিয়া জানান, আমাদের সব স্টেশনে জানানো হয়েছে। এখনো ক্ষয়ক্ষতির কোনো বার্তা পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :