আ. লীগের মনোনয়ন ফরম নেওয়ার বিষয়ে ফরিদপুর-১ আসনের মানুষের কাছে অনুমতি প্রার্থনা আরিফুর রহমান দোলনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৩, ২০:৪০| আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২১:২৩
অ- অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার বিষয়ে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, মধুখালী ও বোয়ালমারী) আসনের জনগণের কাছে অনুমতি প্রার্থনা করেছেন কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক আরিফুর রহমান দোলন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ অনুমতি প্রার্থনা করেন।

জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। অর্থাৎ মনোনয়নপত্র দাখিলে হাতে সময় আছে মাত্র ১২ দিন। এ সময়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাওয়ার আগে ফরিদপুর-১ আসনের জনগণের কাছে অনুমতি চাইলেন এলাকার কৃতী সন্তান কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

নির্বাচনি রূপরেখা ঘোষণার পর থেকেই সারাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বইছে নির্বাচনি উৎসব। নিজ নিজ এলাকার সমৃদ্ধি ও উন্নয়ন নিয়ে ভাবছেন দেশের সচেতন নাগরিকরা। সংসদ সদস্য নির্বাচনে কে কার চাইতে এগিয়ে আছেন, কে ভালো আর কে মন্দ এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে আলাপ-আলোচনা, তর্ক-বিতর্ক।

রাজধানীর বাইরে বিভিন্ন শহরে ও গ্রামে-গঞ্জে নির্বাচনি পরিবেশ অনেকটাই ভিন্ন। বিভিন্ন এলাকার বাজার, সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মস্থল, মাঠ-ঘাট পেরিয়ে পাড়ার চায়ের দোকান, সবখানেই বিরাজ করছে নির্বাচনি উত্তাপ।

এমন সময়ে এলাকার গণমানুষের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচনের অনুমতি চান আরিফুর রহমান দোলন। পাঠকদের উদ্দেশে তার সম্পূর্ণ ফেসবুক স্ট্যাটাস নিচে তুলে ধরা হলো-

‘প্রিয় জনপদের (ফরিদপুর-১) শ্রদ্ধেয় নাগরিকদের কাছে সদয় অনুমতি প্রার্থনা করছি; জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার জন্য সম্মানিত নাগরিকেরা আমায় অনুমতি দিয়ে বাধিত করবেন।

আসসালামু আলাইকুম। প্রিয় জনপদ ফরিদপুর-আসনের সর্বস্তরের নাগরিকবৃন্দকে আমার সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা অভিনন্দন।

সমাজসেবার ব্রত নিয়ে রাজনীতিতে সক্রিয় আছি গত কয়েক দশক ধরে। আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী উপজেলার মানুষের জীবন মানের উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি আর উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য উদ্দেশ্য। মানুষের কাছে, মানুষের পাশে থেকে আমৃত্যু কাজ করে যেতে চাই। সেইভাবেই চেষ্টা করে যাচ্ছি।

প্রিয় জনপদের (ফরিদপুর-১) শ্রদ্ধেয় নাগরিকদের কাছে সদয় অনুমতি প্রার্থনা করছি; জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার জন্যে সম্মানিত নাগরিকেরা আমায় অনুমতি দিয়ে বাধিত করবেন।

আপনাদের সবার দোয়া, সহযোগিতা কামনা করছি।

-আরিফুর রহমান দোলন’

আরিফুর রহমান দোলন জন্মগ্রহণ করেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে দীর্ঘ সময় সাংবাদিকতা ও মানুষের সেবায় পার করছেন। তিনি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি। বর্তমানে দৈনিক ঢাকা টাইমস, ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময়-এর সম্পাদক। একাধারে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পৃষ্ঠপোষক এবং সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান।

ফরিদপুর-১ আসনের মানুষের প্রিয় পাত্র আরিফুর রহমান দোলন এলাকার উন্নয়নে নিবেদিত। তাকে গভীর রাতে ডাকলেও পাওয়া যায়- এমন কথাই বলছেন এলাকার মানুষ। এ কারণে তারা আওয়ামী লীগ তথা নৌকা মার্কার প্রার্থী হিসেবে আরিফুর রহমান দোলনকেই চাচ্ছেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর। যাচাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি হবে ৫ থেকে ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং আনুষ্ঠানিক প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর। এরপর প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/কেএম/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা