জমি দখল, হত্যাচেষ্টা ও লুটপাটের অভিযোগ

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকের বিরুদ্ধে ২ মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৩, ১৫:৫২
অ- অ+
রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখল, হত্যাচেষ্টা ও লুটপাটের অভিযোগে রংধনু গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

রবিবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী আলী আজগর ভূঁইয়া ও মো. মামুন মামলা দুটির আবেদন করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালতে শুনানি হয়েছে। শুনানি শেষে মামুনের অভিযোগটি রূপগঞ্জ থানায় এফআইআর-এর নির্দেশ ও আলী আজগর ভূঁইয়ার আবেদনটি ডিবিতে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

এর মধ্যে মামুনের মামলায় রফিকসহ ১৮ জন ও আলী আজগরের মামলায় ৩১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগে মো. মামুন জানান, গত ১৭ নভেম্বর আসামিরা এসে আমাদের পাঁচ ভাইয়ের মালিকানাধীন ৯৫ শতাংশ জমি রফিক ও মিজানুরের নামে রেজিস্ট্রি লিখে দিতে হুমকি দেন। অন্যথায় আমাদের সকলকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন তারা। পরবর্তীতে গত ১৯ নভেম্বর সকালে আসামিরাসহ আরও অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে জমি রেজিস্ট্রি করে দিতে হুমকি-ধামকি দেন।

সর্বশেষ গত ২১ নভেম্বর আসামিরা বাড়িতে হামলা ভাঙচুর করেন এবং ঘরের মালামাল গাভীসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে মালগাড়িতে তুলে নিয়ে চলে যান। এসময় আসামিরা বসতঘর ও গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেন। পুনরায় জমি রেজিস্ট্রি করে লিখে দিতে ভয়ভীতি প্রদর্শন করেন আসামিরা।

অপর মামলার বাদী আজগর আলী ভূঁইয়া জানান, গত ১৮ নভেম্বর আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এসময় আসামিরা দ্রুত জমি তাদের নামে রেজিস্ট্রি করে লিখে দিতে হুমকি দেন। বাড়িঘরে ভাঙচুর চালান এবং আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান আসামিরা।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা