শ্রীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৩, ১৮:৪৮
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রিফজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত দুই শিশু তামিম মিয়া (৭) ও তার ছোট ভাই ইসমাইল হোসেন (৪) ওই গ্রামের কাঠমিস্ত্রী মো. আল-আমিনের ছেলে।

নিহত দুই শিশুর স্বজন ঈমান আলী জানান, দুপুরে বাড়ির পাশের অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল তামিম ও ইসমাইল হোসেন। হঠাৎ খেলার ছলে ছোট ভাই ইসমাইল হোসেন পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাড়াহুড়ো করে বড় ভাই তামিম পানিতে ডুবে যাওয়া ইসমাইল হোসেনকে উদ্ধারের চেষ্টা করলে সে জিও ব্যাগের বাঁধে পিচ্ছিল খেয়ে পানিতে পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুরা কেউ টের পায়নি। কিছু সময় পর খেলতে থাকা শিশুদের মধ্যে একজন ইসমাইল হোসেনের মরদেহ পানিতে ভাসতে দেখে কান্নাকাটি শুরু করলে স্থানীয় এক নারী পানি থেকে ইসমাইল হোসেনের মরদেহ তুলে আনে। ওই সময় বড় ভাই তামিম নিখোঁজ ছিল। এর ঘণ্টাখানেক পর বেলা সাড়ে তিনটার দিকে পুকুর থেকে তামিমের মরদেহ তুলে আনা হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, দুই ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছি।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা