গাজীপুরে দূরপাল্লার বাসে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন গাজীপুর মহানগরীর পালের মাঠ এলাকায় দাঁড়িয়ে থাকা দূরপাল্লার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার দুপুরে নগরীর চান্দনা চৌরাস্তা-শিববাড়ী সড়কের শহীদ বরকত সরণী পালের মাঠ এলাকায় থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে শাখা রোডে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বাস মালিক জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
গাড়ির মালিক দেলোয়ারের চাচাতো ভাই সাগর জানান, তার ভাই ৭ কাঠা জমি বিক্রির ২৮ লাখ টাকা দিয়ে কিস্তিতে গাড়িটি ক্রয় করেছিলেন। প্রতিমাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাসা থেকে গিয়ে পুড়ে যাওয়া বাসের দৃশ্য দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি আবু ছিদ্দিক জানান, দুপুরে ১টা ২০মিনিটের দিকে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। শহীদ বরকত সরণী থেকে অনেক ভেতরে পুকুর পাড়ে দাঁড় করানো ছিল বাসটি। আগুনে বাসটির অধিকাংশ পুড়ে গেছে। বাসটিতে আগুন দেয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন