বেনাপোলে ঝোপ থেকে ২১টি ককটেল উদ্ধার

যশোরের বেনাপোলে একটি ঝোপের ভেতর থেকে ২১টি ককটেল বোমা উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাতে একটি অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপ থেকে বালতিভর্তি ২১টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ককটেল বোমাগুলো দিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল।
পরবর্তীতে উদ্ধারকৃত ককটেল বোমা জব্দতালিকা মূলে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা ও কোতয়ালী মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২১নভেম্বর/এআর)

মন্তব্য করুন