চুক্তিতে আরও ছয় মাস শ্রম মন্ত্রণালয়ের সচিব থাকছেন এহছানে এলাহী

সরকারি চাকরির মেয়াদ শেষের পর আরও ছয় মাস চুক্তিভিত্তিক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব পদে থাকছেন মো. এহছানে এলাহী।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, চুক্তিভিত্তিক নিয়োগের সময় তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, উল্লেখিত শর্তে আগামী ২৬ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ছয় মাস মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে মো. এহছানে এলাহীকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
ঢাকাটাইমস/২৩নভেম্বর/ইএস

মন্তব্য করুন