মিটফোর্ড হাসপাতালে চুরি হওয়া শিশু জুবাইদা উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) পরমাণু ভবনের সামনে থেকে চুরি হয়ে যাওয়া তিন মাসের শিশু জুবাইদাকে উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার মো. জাফর হোসেন ঢাকা টাইমসকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু জুবাইদাকে উদ্ধারের ব্যাপারে শনিবার বিকাল সাড়ে ৪টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করবেন ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মো. জাফর হোসেন।
গত ১৯ নভেম্বর মিটফোর্ড হাসপাতালের পরমাণু ভবনের সামনে থেকে চিকিৎসার জন্য আসা তিন মাসের শিশু জুবাইদা চুরি হয়।
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এমএইচ/কেএম)

মন্তব্য করুন