কুড়িগ্রামে তিন মাদককারবারি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ১৯:৫৪
অ- অ+

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রাজারহাটে পৃথক অভিযান চালিয়ে গাঁজা, টাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী বাজারের ছাগলেরহাট এলাকা থেকে ৪শ গ্রাম গাঁজাসহ মাদককারবারি মো. শাহ আলমকে (৪১) গ্রেপ্তার করা হয়।

এদিকে শনিবার রাজারহাট থানা পুলিশের অভিযানে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকার মাদককারবারি মো. নিজাম উদ্দিন (৪০) ও মো. জিয়াউল ইসলামকে (২৫) ২৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও নয় পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী ও রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/২৫ নভেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
সোনার দাম কমলো, ভরি ১৭০৭৬১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা