মিয়া আরেফিকে ঘিরে নতুন রহস্য, আটকে গেছে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ০২:৩০
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা সেজে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করায় গ্রেপ্তার জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফিকে নিয়ে নতুন রহস্য সৃষ্টি হয়েছে।

গত ২ নভেম্বর আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করলেও পুলিশ এখনো তাকে হেফাজতে পায়নি। জিজ্ঞাসাবাদও করা হয়নি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের একাধিক ঊর্ধতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে ঢাকা টাইমস। তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি নন।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, 'উচ্চপর্যায় থেকে অনুমতি না থাকায় মিয়া আরেফিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে পারেনি ডিবি পুলিশ।'

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষ হয়। ঐদিন বিকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়া আরেফি। তার সঙ্গে বিএনপির নেতা ইশরাক হোসেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী ছিলেন।

আরেফি বাইডেনের উপদেষ্টা নন বলে প্রমাণ হলে এ বিষয়ে পল্টন থানায় একটি মামলা হয়। পরদিন শাহজালাল বিমানবন্দর থেকে মিয়া আরেফিকে আটক করে ডিবি পুলিশ। মামলায় চৌধুরী হাসান সারওয়ার্দী ও ইশরাক হোসেনকে আসামি করা হয়। মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি মামলাটি করেন।

এ মামলায় গ্রেপ্তার করা হয় আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে। আট দিনের রিমান্ড শেষে তিনি কারাগারে রয়েছেন।

মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

(ঢাকাটাইমস/আরআর/এমএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পোপ হলেন উত্তর আমেরিকান রবার্ট প্রিভোস্ট, বিশ্ব নেতাদের অভিনন্দন
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা