মিয়া আরেফিকে ঘিরে নতুন রহস্য, আটকে গেছে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ০২:৩০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা সেজে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করায় গ্রেপ্তার জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফিকে নিয়ে নতুন রহস্য সৃষ্টি হয়েছে।

গত ২ নভেম্বর আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করলেও পুলিশ এখনো তাকে হেফাজতে পায়নি। জিজ্ঞাসাবাদও করা হয়নি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের একাধিক ঊর্ধতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে ঢাকা টাইমস। তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি নন।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, 'উচ্চপর্যায় থেকে অনুমতি না থাকায় মিয়া আরেফিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে পারেনি ডিবি পুলিশ।'

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষ হয়। ঐদিন বিকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়া আরেফি। তার সঙ্গে বিএনপির নেতা ইশরাক হোসেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী ছিলেন।

আরেফি বাইডেনের উপদেষ্টা নন বলে প্রমাণ হলে এ বিষয়ে পল্টন থানায় একটি মামলা হয়। পরদিন শাহজালাল বিমানবন্দর থেকে মিয়া আরেফিকে আটক করে ডিবি পুলিশ। মামলায় চৌধুরী হাসান সারওয়ার্দী ও ইশরাক হোসেনকে আসামি করা হয়। মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি মামলাটি করেন।

এ মামলায় গ্রেপ্তার করা হয় আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে। আট দিনের রিমান্ড শেষে তিনি কারাগারে রয়েছেন।

মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

(ঢাকাটাইমস/আরআর/এমএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ

হজের প্রাথমিক নিবন্ধন শুরু

উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত নেই

শিগগির সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, শিক্ষাক্রমে আপাতত পুরনো বই ও পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা

বন্যা মোকাবেলায় ক্যাম্পের সংখ্যা বাড়াল সশস্ত্র বাহিনী

৮ হাজার কোটি টাকার কেন্দ্রে বিদ্যুৎ নেই, এটাই উন্নয়নের বিভ্রান্তি: জ্বালানি উপদেষ্টা

উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে: পানিসম্পদ উপদেষ্টা

সিএমএইচগুলোতে চিকিৎসাধীন ছাত্রদের মধ্যে বাড়ি ফিরেছে ৬১০ জন

শিগগির সরকারের রূপরেখা প্রকাশ

পুলিশের লুট হওয়া আরও ৫৬৮ অস্ত্র উদ্ধার

এই বিভাগের সব খবর

শিরোনাম :