টাঙ্গাইলের পৌর মেয়র মুক্তির জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ১৫:১৮
অ- অ+

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যায় জালিয়াতির মাধ্যমে জামিনে মুক্তি পাওয়া সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি জামিন বাতিল করেছেন হাইকোর্ট। তাকে অবিলম্বে আত্মসমপর্ণের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার হাইকোর্ট এই নির্দেশ দেন।

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি বুধবার দুপুরে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালে সহকারী পরিচালক খন্দকার সাদিকুর রহমান।

সহিদুর রহমান বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছেন বলে জানান তিনি।

এর আগে সোমবার উচ্চ আদালত থেকে সহিদুর জামিন পান বলে জানান টাঙ্গাইল আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মনিরুল ইসলাম খান।

সহিদুর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে। তার ভাই আমানুর রহমান খান রানা ওই আসনের সাবেক সংসদ সদস্য।

এপিপি মনিরুল বলেন, হত্যা মামলায় ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে অন্তর্র্বতী জামিন পেয়েছিলেন সহিদুর। পরে মামলার বাদী অন্তর্র্বতী জামিনের মেয়াদ বর্ধিত না করার জন্য আদালতে আবেদন করেন।

শুনানি শেষে একই বছরের ২৮ ফেব্রুয়ারি আদালত জামিন বাতিলের আদেশ দেয়; এরপর থেকে সহিদুর কারাগারে ছিলেন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস /২৬ নভেম্বর/কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভয়াবহ আর্থিক সংকটে দেশের ৬ বিশেষায়িত ব্যাংক, খেলাপি ঋণ-মূলধন ঘাটতিতে বিপর্যয়
লুকিয়ে রাখা বাচ্চা আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার দেব: তানজিন তিশা
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা