জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে খুবির তিন শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৪

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ১৬:৪৩
অ- অ+

খুলনা মহানগর (কেএমপি) গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট, জঙ্গি সংশ্লিষ্ট ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের খুলনা অঞ্চলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে নগরীর হরিনটানা থানাধীন খানজাহান নগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কেএমপির সদর দপ্তরস্থ পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- গ্রেপ্তারকৃত চারজনের তিনজনই খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থী।

এদের মধ্যে মো. শাকিল আহম্মেদ খুবির ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন থেকে অর্নাস ও মাস্টার্স সম্পন্ন করেছেন, রিজভী আজিম খানও একই ডিসিপ্লিন থেকে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে অধ্যায়নরত ছিলেন, মেহেদী হোসেন সালিত গণিত ডিসিপ্লিনে অধ্যয়নরত এবং মো. আনিসুর রহমান রুহুল আমিন রকি। আনিসুর রহমান মূলত খুলনা অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের প্রধান হিসেবে কার্যক্রম প্রচার প্রসারের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি ঢাকার ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি এর ফার্মেসী বিভাগ থেকে অর্নাস সম্পন্ন করেছেন।

কেএমপির পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, 'কেএমপি সব সময় অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, জঙ্গি, মাদক কারবারি ও ভূমিদস্যুসহ সকল অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম চারটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন, দুটি পেনড্রাইভ, একটি এটিএম কার্ড এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন 'হিজবুত তাহরীর' সংশ্লিষ্ট উগ্রবাদী বই, লিফলেট ও জঙ্গি সংশ্লিষ্ট অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসসহ তাদের গ্রেপ্তার করে।'

এ ব্যাপারে জানতে চাইলে খুবির ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বলেন, 'আমি ঘটনাটি সম্পর্কে জেনেছি। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা।'

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা