ষষ্ঠবারের মতো নৌকার মনোনয়ন পেলেন জিল্লুল হাকিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ১৯:১৩| আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৯:২০
অ- অ+

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে গত ১৯ নভেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন জিল্লুল হাকিম। পরবর্তীতে ২০ নভেম্বর সকালে রাজবাড়ী-২ আসনের অধীনস্থ তিন উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এই ৩ উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়ন জমা দেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ইতোপূর্বে নৌকার মনোনয়ন নিয়ে ৫ বার নির্বাচনে অংশগ্রহণ করে ৪ বার বিজয় লাভ করেন, প্রথম বার ১৯৯৬ সালের ১২ জুন নৌকা প্রতীকে ৮৮ হাজার ৬শ ৬২ ভোট পেয়ে জয়লাভ করেন। ২০০১ সালে পরাজিত হলেও ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ ৯১ হাজার ৯শ ৬১ ভোটে নৌকা প্রতীকে বিজয় অর্জন করেন। একইভাবে ২০১৪ ও ২০১৮ সালে বিশাল ব্যবধানে নৌকা প্রতীকে বিজয় অর্জন করে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করেন তিনি।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা