ষষ্ঠবারের মতো নৌকার মনোনয়ন পেলেন জিল্লুল হাকিম

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে গত ১৯ নভেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন জিল্লুল হাকিম। পরবর্তীতে ২০ নভেম্বর সকালে রাজবাড়ী-২ আসনের অধীনস্থ তিন উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এই ৩ উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়ন জমা দেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ইতোপূর্বে নৌকার মনোনয়ন নিয়ে ৫ বার নির্বাচনে অংশগ্রহণ করে ৪ বার বিজয় লাভ করেন, প্রথম বার ১৯৯৬ সালের ১২ জুন নৌকা প্রতীকে ৮৮ হাজার ৬শ ৬২ ভোট পেয়ে জয়লাভ করেন। ২০০১ সালে পরাজিত হলেও ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ ৯১ হাজার ৯শ ৬১ ভোটে নৌকা প্রতীকে বিজয় অর্জন করেন। একইভাবে ২০১৪ ও ২০১৮ সালে বিশাল ব্যবধানে নৌকা প্রতীকে বিজয় অর্জন করে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করেন তিনি।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএম/এসএ)

মন্তব্য করুন