ঢাকা টাইমস যাদের নাম বলেছিল শরীয়তপুরে তারাই পেলেন আ.লীগের মনোনয়ন

মেহেদী হাসান, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ১৯:১৭
অ- অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কারা পাবেন এ নিয়ে ঢাকা টাইমসে গত বৃহস্প্রতিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাকের নাম উল্লেখ করা হয়। রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষিত তালিকায় তাদের মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে।

শরীয়তপুরের এই তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৪৩ জন। এদের মধ্যে ছিলেন বর্তমান সংসদ সদস্য, রাজনীতিবিদ, সাবেক পুলিশ কর্মকর্তা, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। এদের মধ্যে এমন অনেকে ছিলেন যারা কখনো আওয়ামী লীগের রাজনীতি করেননি। প্রার্থী ৪৩ জন হলেও ঢাকা টাইমসের মাঠ জরিপে উঠে এসেছিল তিনজন প্রার্থীর নাম।

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনার রমা দাশগুপ্ত থেকে টলিউডের মহানায়িকা সুচিত্রা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি
শীতে ঠান্ডা পানি খেলে ওজন বাড়ে! কতটা সত্যি? কী বলছেন পুষ্টিবিদরা
অদম্য খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা