গাজীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ১৯:৩৮| আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ২০:০১
অ- অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে একটিতে পরিবর্তন এসেছে। তবে অপর ৪টি আসনে বর্তমান সংসদ সদস্যদের ওপরই আস্থা রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মনোনয়ন বঞ্চিত হয়েছেন গাজীপুর-৩ শ্রীপুরের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। এই আসনে দল মনোনয়ন দিয়েছে প্রয়াত রহমত আলীর কন্যা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমানা আলি টুসিকে।

রবিবার বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

গাজীপুরের ৫টি আসনের নৌকার মাঝি হয়েছেন গাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ রুমানা আলি টুসি, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি।

এদিকে মনোনয়ন ঘোষণার পরপরই গাজীপুরের ৫টি সংসদীয় আসনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা। আগামী দিনে নৌকার মাঝিদের বিপুল ভোটে নির্বাচিত করে প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীর পাংশায় যুবদলকর্মী গুলিবিদ্ধ
বাহাউদ্দিন নাছিমের কান্না...
হলান্ডের সঙ্গে ১০ বছরের চুক্তি ম্যানসিটির, পাবেন রেকর্ড পারিশ্রমিক
টিউলিপের মতো পদত্যাগে বাধ্য হতে পারেন পুতুলও: দ্য প্রিন্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা