কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ১৬:০২
অ- অ+

পটুয়াখালীর কুয়াকাটায় রাতভর নানা আয়োজন শেষে অতি প্রত্যুষে পুণ্যার্থীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে সৈকতের দুই কিলোমিটার এলাকা। রবিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতন ধর্মালম্বী পুণ্যার্থীরা কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে ভগবানকে আমন্ত্রণ, মঙ্গলঘট স্থাপন ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে শুরু করেন রাস পূজা। রাতভর চলে ভগবত পাঠ, সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তন।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সোমবার ভোরে পুণ্যস্নানের মধ্য দিয়ে সম্পন্ন হয় রাস উৎসব।

নিজেদের পাপ মোচন এবং দেশ ও মানব জাতির কল্যাণের আশায় কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে এসে প্রার্থনা করেছেন বলে জানান আগত পুণ্যার্থীরা।

এদিকে রাস পূজা ও মেলা উদযাপনে রবিবার সকাল থেকে ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। ভিড় জমাতে থাকে ভ্রাম্যমাণ দোকানিরা।

এছাড়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার হাজারও মানুষ দুপুর থেকে এসেছেন মেলা প্রাঙ্গণে। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রত্যাশা অনুযায়ী পুণ্যার্থীর আগমন ঘটেনি বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ দোকানিরা। ফলে বেচা-বিক্রিও ভালো হয়নি বলে জানান তারা।

এদিকে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

(ঢাকা টাইমস/২৭ নভেম্বর/পিএস/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা