ফেনীতে যুবকদের মাদকবিরোধী শপথ করালেন ডিসি

ফেনীতে ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে ও জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মাদক বিরোধী কর্মকাণ্ডে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন ফেনীর উপপরিচালক নেয়ামত উল্যাহ। সভায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আহমেদ কবির মজুমদার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ হেলাল উদ্দিন ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত সকল যুব সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক।
(ঢাকা টাইমস/২৭নভেম্বর/পিএস/এসএ)

মন্তব্য করুন