এনু-রুপনের বিরুদ্ধে অর্থপাচারের আরেক মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ১০:২২
অ- অ+

রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু এবং তার ভাই রুপন ভূঁইয়ার বিরুদ্ধে অর্থপাচারের আরেকটি মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।

ঢাকার ৮ নম্বর বিশেষ জজ মো. বদরুল আলম ভূঞা এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২০ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের এ দিন ঠিক করেন।

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০২০ সালের ১৩ জানুয়ারি দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। তার আগে তাদের বাড়ি থেকে সিন্দুকভর্তি বিপুল পরিমাণ টাকা আর স্বর্ণ পাওয়া যায়।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১২টি মামলা হয়, যার মধ্যে ওয়ারী থানায় অর্থপাচারের মামলায় এনু-রুপনসহ ১১ জনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে দুই ভাই কারাগারে রয়েছেন।

এর মধ্যে ঢাকার বংশাল থানার মামলাটির রায় ঘোষণা করা হবে আজ। ২০২০ সালের ৩১ আগস্ট সিআইডির অর্গানাইজড ক্রাইম স্কোয়াডের পরিদর্শক মো. মেহেদী মাকসুদ মামলাটি দায়ের করেছিলেন।

এ মামলায় ১১ জনকে আসামি করা হয়। তবে অভিযোগপত্রে তিনজনকে অব্যাহতি দেওয়া হয়। এনু-রুপন ছাড়া অন্য আসামিরা হলেন- শহীদুল হক, মো. রশিদুল হক ভুঁইয়া, মো. মেরাজুল হক শিপলু, জয় গোপাল সরকার, পাভেল রহমান ও ভুলু চন্দ্র দেব।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা