ছাত্রদলের সাবেক সভাপতি খোকনকে মেরে পুলিশে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০০:১৯ | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ০০:০৭

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে মেরে পুলিশের কাছে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি হাতিরঝিল থানায় আটক আছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন।

ওসি জানান, ছাত্রদল নেতাকর্মীরা বুধবারের রাজনৈতিক কর্মসূচির সমর্থনে একটি মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন পুলিশ দেখে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ খোকনকে আটক করে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

এদিকে ছাত্রদল নেতাকর্মীরা জানান, খোকন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাটসহ নিজের মগবাজার নয়াটোলার বাসায় যাচ্ছিলেন। পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগের কয়েকজনকর্মী তার পথ রোধ করেন। পরিচয় নিশ্চিত হয়ে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা এলোপাতাড়ি তাকে মারতে থাকেন। মুহূর্তের মাঝেই ১৫ থেকে ২০টি মোটরসাইকেলযোগে সেখানে ছাত্রলীগের আরও কর্মী এসে তাদের সঙ্গে যোগ হন। তার পাঁচ মিনিট পর পুলিশ এসে আহত খোকনকে তুলে নিয়ে যায়। এসময় দৌড়ে রক্ষা পান ছাত্রদলের সাবেক নেতা সম্রাট।

ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক মহিনদ্দিন রাজু বলেন, আমরা খবর পেয়ে খোকনের সন্ধানে হাতিরঝিল থানায় যোগাযোগ করলে থানা থেকে জানানো হয় খোকন সেই থানায় নেই।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/জেবি/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :