নেত্রকোণার পাঁচ আসনেই স্বতন্ত্র প্রার্থীর চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার পাঁচটি সংসদীয় আসনের সবকটিতেই স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত নেতারা। ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা।
স্বতন্ত্র প্রার্থী হলে বাধা দেওয়া হবে না আওয়ামী লীগ সভাপতির এমন ইঙ্গিতের পর জেলায় জেলায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছেন দলীয় মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগ নেতারা।
এসব স্বতন্ত্র প্রার্থীর কারণে জেলার পাঁচটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে বলে মনে করছেন সাধারণ ভোটার ও তৃণমূল নেতাকর্মীরা।
তবে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী থাকায় প্রত্যেকটি আসনেই নির্বাচনি আমেজ তৈরি হয়েছে।
এদিকে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নেত্রকোণা জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, “এখন পর্যন্ত ১৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আরও প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে আসছেন। এতে করে প্রত্যেক আসনেই দুইয়ের অধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে বিক্রি হওয়া মনোনয়নপত্রের তালিকা অনুযায়ী-
নেত্রকোণা-১:
এই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার ও আতাউর রহমান খান। জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারের মেয়ে ও দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
নেত্রকোণা-২:
এই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন বর্তমান সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান (ভিপি লিটন)।
নেত্রকোণা-৩:
এই আসনে (আটপাড়া-কেন্দুয়া) দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী ও আ.লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক আব্দুল মতিন।
নেত্রকোণা-৪:
এই আসনে (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন আ.লীগের বর্তমান সংসদ সদস্য ও জেলা আ.লীগের সহ-সভাপতি সাজ্জাদুল হাসান। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন আ.লীগ নেতা শফি আহমেদ।
নেত্রকোণা-৫
এই আসনে (পূর্বধলা) দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন অধ্যাপক আনোয়ার হোসেন, তুহিন আহমেদ খান ও মো. মিছবাহুজ্জামান চন্দন।
(ঢাকা টাইমস/২৯নভেম্বর/পিএস/এআর)

মন্তব্য করুন