৮ আরোহী নিয়ে জাপান সাগরে বিধ্বস্ত মার্কিন সামরিক বিমান

মার্কিন বিমানবাহিনীর একটি অসপ্রে ভি-২২ সামরিক বিমান জাপানের ইয়াকুশিমা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছে। এতে আটজন আরোহী ছিলেন বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাপানি সম্প্রচারকারী এমবিসি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বিমানটি সমুদ্রে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিমানটির বাম ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখা গেছে।
জাপানের কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেছেন, বিমানে থাকা আরোহী এবং এ ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত বিবরণ নেই।
এদিকে জাপানে মার্কিন বাহিনীর একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এমআর/এআর)

মন্তব্য করুন