রিটার্ন জমার সময় দুই মাস বাড়ল

রিটার্ন জমা দেওয়ার সময় দুই মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার কর আইনের দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই মেয়াদ বাড়ায় এনবিআর। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা, ব্যবসায়ী ও আয়কর আইনজীবীদের দাবিরে প্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনবিআরের ওই আদেশে বলা হয়, স্বাভাবিক ব্যক্তি করদাতাদের রিটার্ন জমার নির্ধারিত তারিখ ৩০ নভেম্বর থেকে বৃদ্ধি করে নতুন তারিখ নতুনভাবে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। এছাড়া কোম্পানি করদাতাদের জন্য নির্ধারিত করদিবস আগামী বছরের ১৫ জানুয়ারি এর পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে এনবিআর।
এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরো এক মাস বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ঢাকা ট্যাক্সবারসহ কয়েকটি মহল থেকে এনবিআরে আবেদনের মাধ্যমে জানায়।
(ঢাকাটাইমস/ ২৯ নভেম্বর/কেএ)

মন্তব্য করুন