কুবিতে কাল থেকে সশরীরে ক্লাস

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ২২:২৮
অ- অ+

আগামী বছরের জানুয়ারি মাস থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে একাডেমিক কার্যক্রম চলবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ৭৮তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

বৃহস্পতিবারে সশরীরে ক্লাসের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, শিক্ষার্থীরা অভিযোগ দিয়েছে বৃহস্পতিবারে নিয়মিত অনলাইনে ক্লাস হচ্ছে না। আমি নিজেও খোঁজ নিয়ে দেখেছি অনেকগুলো বিভাগে নিয়মিত অনলাইনে ক্লাস হচ্ছে না। আজকের বিশেষ এজেন্ডা হিসেবে বিষয়টি উপস্থাপন করেছি। শিক্ষার্থীদের কোয়ালিটি লার্নিংকে আমরা হাই প্রায়োরিটি দিয়ে থাকি। শিক্ষার্থীদের কোয়ালিটি লার্নিং বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনায় বৃহস্পতিবার সর্বশেষ দুপুর ২টায় ক্যাম্পাস থেকে বাস ছেড়ে যাবে। বিকেলে কোনো বাস চলবে না।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৭২তম একাডেমিক কাউন্সিলে বিদ্যুৎ সাশ্রয়ে ৪ দিন সশরীরে ও একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানের ৩১ দফা বার্তা নিয়ে জনগণের দুয়ারে কাজী আলাউদ্দিন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, বরিশালে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক
ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকার এফডিআর ফ্রিজ
ভাটারায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ১৬ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা