নির্বাচনি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাকিবকে শোকজ করল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৩:০১ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১২:৩১

নির্বাচনি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন- ইসি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

ওই বিজ্ঞপ্তিতে আগামী ১ ডিসেম্বর বিকালে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে সাকিব আল হাসানকে।

মাগুরা-১ নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর গত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। যা বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।’

‘এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬(ঘ), ৮(ক), ১০ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন। ওই আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা অনুসন্ধান কমিটির দপ্তরে আগামী ১ ডিসেম্বর বিকাল তিনটার সময় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।’

অন্যদিকে বিধি ভঙ্গের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকেও শোকজ করেছে ইসি। বৃহস্পতিবার একই ধরনের চিঠি দেওয়া হয়েছে ঢাকা-১৯ থেকে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থীকেও।

এছাড়া নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীরকেও শোকজ করা হয়েছে। ১ ডিসেম্বর সকাল ১০টায় তাকে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ এই তিন আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন।

প্রথমে জোর গুঞ্জন উঠেছিল ঢাকা-১০ আসনে নৌকার মাঝি হচ্ছেন সাকিব। তবে গত রবিবার মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে ঢাকা-১০ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা আ.লীগের স্বৈরাচারী-বর্বর চরিত্রের বহিঃপ্রকাশ: মান্না

আইন উপদেষ্টাকে হেনস্থার প্রতিবাদে যুব অধিকার পরিষদের মশাল মিছিল 

র‌্যালি শেষে নয়াপল্টনে রাজপথের আবর্জনা পরিষ্কার করে দিল বিএনপি নেতাকর্মীরা

শোকজের জবাবে যা বললেন বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী

আসিফ নজরুলকে হেনস্তার নিন্দা জানিয়ে যা বললেন জামায়াত আমির

আসিফ নজরুলকে হেনস্তায় নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

ঢাবিতে ৭ নভেম্বরের পোস্টার ছিড়ে অশ্রদ্ধা প্রদর্শন সমীচীন কাজ নয়: ছাত্রদল

সাবেক সংসদ সদস্য তাহজীব আলমের তিন দিনের রিমান্ড

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :