জয়পুরহাটে চার পর্নোগ্রাফি বিক্রেতা আটক

কম্পিউটারের মাধ্যমে পর্নোগ্রাফি সংরক্ষণের পর শিশু-কিশোর ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কাছে সরবরাহের অভিযোগে জয়পুরহাটে চারজনকে আটক করেছে র্যাব।
পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের মো. আক্কাস আলীর ছেলে রাসেল হোসেন (৩৯), আটাপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩৪), মৃত দুলাল মিয়ার ছেলে সোহাগ বাবু (২০) ও উত্তর গোপালপুর গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে আব্দুর রহিম সরদার (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেছে।
আটককৃতরা তাদের কম্পিউটারে অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে সরবরাহ করত।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/পিএস)

মন্তব্য করুন