ভালো কিছু দেবেন প্রধানমন্ত্রী, তাই সিদ্ধান্ত পাল্টালেন শাকিল খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১৫:৩১
অ- অ+

নৌকা না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল -মোংলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। মনোনয়নপত্রও কিনেছিলেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সিদ্ধান্ত পাল্টালেন এই নায়ক।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন শাকিল খান। এরপর বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক বলেন, ‘সবাই তো আর মনোনয়ন পায় না, এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমি মনে করি প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি সঠিক।’

শাকিল খান জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন না করার জন্য বলেছেন। নায়ক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তুমি কাজ করো। তোমার জন্য আমি ভালো কিছু রেখেছি। সে কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি না।’

অভিনেতা বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যেখানে দুর্বল প্রার্থী আছে তাদের তোমরা সবাই সহযোগিতা করবে। তাদের জনপ্রিয়তা আছে, কিন্তু যদি কেউ বিভ্রান্তির মধ্যে থাকে, যেহেতু তারা নতুন, তাই তাদের জন্য কাজ করা সব কর্মীর দায়িত্ব।’

এদিকে, শাকিল খান মনোনয়ন না পেলেও ঢাকা-১০ থেকে নৌকার টিকিট পেয়েছেন তার সহকর্মী ও বন্ধু চিত্রনায়ক ফেরদৌস। শাকিল খান বলেন, ‘আমি ঢাকা-১০ আসনেই থাকি। বন্ধু ফেরদৌস যদি কোনো সহযোগিতা চায়, অবশ্যই আমি এগিয়ে যাবো, তার জন্য কাজ করব।’

এর আগে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে গত সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। নায়কের পক্ষে মনোনয়ন ফরম তোলেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম।

এবার বাগেরহাট-৩ আসনে নৌকার প্রার্থী হতে শাকিল খানসহ ১১ জন মনোনয়ন ফরম তুলেছিলেন। তবে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান উপমন্ত্রী হাবিবুন নাহার এমপিকে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার বিপক্ষেই লড়তে চেয়েছিলেন শাকিল খান। তবে অবশেষে মত পাল্টালেন।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ঢালিউডের একসময়ের এই জনপ্রিয় নায়ক। মনোনয়ন ফরমও তুলেছিলেন। কিন্তু সে বারও দল মনোনয়ন দেয় হাবিবুন নাহারকে। পেলেন আরও একবার।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকের ১১তম এমটিও ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
ফ্যাসিবাদ কায়েমে আ.লীগ জোট শরিকদের বিচার করতে হবে: জাগপা
ব্যারিস্টার শামীমের নিয়োগ অগণতান্ত্রিক, চুন্নুই বৈধ মহাসচিব: আনিসুল-হাওলাদার
শরীয়তপুরে নতুন ডিসি তাহসিনা বেগম, অপসারিত আশরাফ উদ্দিনের স্থলাভিষিক্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা