টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করে ইতিহাস শান্তর

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১৬:৫০

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। টেস্ট ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করলেন শান্ত। যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম।

সিলেট টেস্টের তৃতীয় দিনে কিউইদের শেষ দুই উইকেট তু্লে নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।ব্যাটিংয়ে নেমে ২৬ রানেই ২ উইকেট হারায় টাইগাররা। ২৬ রানে ২ উইকেট হারানোর পর মুমিনুলকে নিয়ে দলের বিপর্যয়ে হার ধরেন শান্ত।

প্রথম ইনিংসে কিউই বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে গিয়ে ৩৭ রানে সাজঘরে ফিরে যাওয়া শান্ত আজ শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন।

কিউইদের বিপক্ষে আজ পাঁচটি চারের সাহায্যে অর্ধশতক তুলে নেন শান্ত।তার সঙ্গী মুমিনুল হক ৪০ রান করে ফিরে গেলেও মুশফিককে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত।

৯৫ বলে অর্ধশতক তুলে নেওযার পর ১৯২ বলে তুলে নেন সেঞ্চুরি।যার মধ্যে রয়েছে ৯ টি চারের মার। এর আগে জানুয়ারিতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :