দ্বাদশ সংসদ নির্বাচন: মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু

আজ থেকে শুরু হয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই। চলবে আগামী সোমবার পর্যন্ত।
এর আগে বৃহস্পতিবার ছিল আসন্ন জাতীয় নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। ওই দিন বিকাল ৪ পর্যন্ত সারাদেশের ৩০০ সংসদীয় আসনের নির্বাচনে লড়তে দুই হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। জমাকৃত মনোনয়নের ভিত্তিতে জানাগেছে, এবারের নির্বাচনে আওয়ামী লীগসহ অন্তত ৩০টি নিবন্ধিত দল অংশ নিচ্ছেন। আবার দলীয় মনোনয়ন না পেয়ে অনেকেই হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সেই হিসেবে বৃহস্পতিবার বিকেল ৪টায় মনোনয়নপত্র জমার সময় শেষ হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না। সময় বাড়ানোর আর সুযোগ নেই। এখন ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই করবে ইসি। এর পর পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে।
(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এসএম)

মন্তব্য করুন