হাইকোর্টে জামিন আবেদন মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

রবিবার সকালে বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন দায়ের করা হয়।

মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২২ নভেম্বর আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘর্ষের সময় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করে। ওই মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক সহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। দিনভর ডিবি কার্যালয়ে রাখার পর তাকে আটক দেখিয়ে রাতে আদালতে তোলা হয়। তার পর থেকেই কারাগারে রয়েছেন বিএনপি মহাসচিব।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আদালতে ‘আমুর আইনজীবী’কে মারধরের ঘটনা সাজানো: পাবলিক প্রসিকিউটর

আদালতে হট্টগোল, আইনজীবীকে মারধর, ‘এই পরিবেশ’ নিয়ে যা বললেন আমু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে আমির হোসেন আমু

২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের রিভিউ শুনবেন আপিল বিভাগ

হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমুর ১০ দিনের রিমান্ড আবেদন

`ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, ফেসবুক প্রোফাইলও লাল করেছিলাম’, আদালতকে তাপস-শমী কায়সার

শমী কায়সার ও গান বাংলার তাপস ৩ দিনের রিমান্ডে

‘লুঙ্গি খুলে মেয়েদের দিয়ে জড়িয়ে ধরানো হয়’, ডিবির রিমান্ডের লোমহর্ষক বর্ণনা মাদানীর

সব মামলায় খালাস ‘শিশুবক্তা’ মাদানী

এই বিভাগের সব খবর

শিরোনাম :