ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫০
অ- অ+

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ে ক্যাথলিক খ্রিস্টানদের সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রবিবার সকালে মারাউই শহরে অবস্থিত মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) একটি জিমনেশিয়ামে প্রার্থনা সভা চলছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান তাহা মান্দানগান জানান, বিস্ফোরণের পর প্রার্থনা সভায় অংশগ্রহণকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দিশেহারা হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে শুরু করেন। মান্দানগান আরও বলেন, ‘এটা স্পষ্টতই সন্ত্রাসী কর্মকাণ্ড। এটা দুইজনের মধ্যকার মারামারির মতো সাধারণ ঘটনা নয়।’

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা তৎক্ষণাৎ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানায় পুলিশ।

এর আগে ২০১৭ সালে শহরটিতে সরকারি বাহিনী ও জঙ্গি সংগঠন আইএসের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে পাঁচ মাসব্যাপী সংঘর্ষ হয়। তার ৫ বছর পর ফের এই হামলা হলো।

এই অঞ্চলের পুলিশ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোবেলেজা বলেন, রবিবারের বোমা হামলার পিছনে দৌলাহ ইসলামিয়াহ-মাউতে গ্রুপ নামক জঙ্গিসংগঠন থাকতে পারে।

জেনারেল নোবেলেজা বলেন, গত শুক্রবার পার্শবর্তী দাতু হফার আম্পাতুয়ান শহরে ফিলিপাইন সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১১ জঙ্গি মারা গেছে, এ ঘটনার প্রতিশোধ হিসেবে রবিবারের বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এ বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করেছেন এবং নিন্দা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’:  নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা