ইসরায়েলকে সহায়তায় গাজায় নজরদারি বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে বন্দি জিম্মিদের উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য প্রদানের জন্য গাজায় নজরদারি বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। খবর আনাদুলু।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, নজরদারি বিমানটি সম্পূর্ণ নিরস্ত্র হবে, যুদ্ধের এর কোনো ভূমিকা থাকবে না এবং শুধুমাত্র জিম্মিদের অবস্থান সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর দায়িত্ব দেওয়া হবে।

বিবৃতিতে উল্লেখ্য করা হয়েছে, ৭ অক্টোবর হামলার পর থেকে হামাসের কাছে বন্দি ব্রিটিশ নাগরিকসহ প্রায় ১৩০ জিম্মিদের মুক্তির জন্য এই অঞ্চল জুড়ে ইসরায়েলের সাথে কাজ করছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নজরদারি বিমানটিতে ‘শ্যাডো আরওয়ানএস’ প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকবে, যা ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করে থাকে।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, চলতি মাসের শুরুতে হামাসে কাছে থাকা জিম্মিদের উদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে তারাও গাজার ওপর নিরস্ত্র ইউএভি ড্রোন মোতায়েন করেছে।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :