নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দুদিন প্রশিক্ষণ দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৪
অ- অ+

জাতীয় সংসদ নির্বাচনের মাঠ পর্যায়ে কার্যক্রমের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দুদিন প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন(ইসি)।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।

মহাপরিচালক বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী বুধবার(০৬ ডিসেম্বর)ও বৃহস্পতিবার(০৭ ডিসেম্বর) প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

৬ ডিসেম্বর রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ৭ ডিসেম্বর প্রশিক্ষণ দেওয়া হবে। এবিষয়ে ৮০২ জন প্রশিক্ষণার্থীদের (নির্বাহী ম্যাজিস্ট্রেট) চিঠি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে বলা হয়েছে সেই চিঠিতে।

একটি অ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষ থেকে প্রশিক্ষণটি পরিচালিত হবে বলেও জানা গেছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ইতোমধ্যে মাঠে নিয়োগ করা হয়েছে ৮০২ জন নির্বাহী হাকিম।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এইচএম/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
সাইবার স্পেসেও নিষিদ্ধ আওয়ামী লীগ
সারা বিশ্বে মা দিবস পালিত হয় যে নারীর কারণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা