আ.লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত ১৭ ডিসেম্বরের পর: বাহাউদ্দিন নাছিম

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ২১:৩২| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২২:১২
অ- অ+

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আগামী ১৭ ডিসেম্বরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

রবিবার বেলা ১২টার দিকে মাদারীপুরে তার নিজ বাড়িতে কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নাছিম বলেন, এবারের নির্বাচনকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। ফলে ২৯টি দলের দুই হাজারের বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপি নির্বাচনে না এলেও তাদের অনেক প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। অনেক হেভিওয়েট প্রার্থী নৌকায় নির্বাচন করছেন। এতে নির্বাচন নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে নাছিম বলেন, স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে আগে পরে অনেক বলা হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ১৭ ডিসেম্বরের পর সিদ্ধান্ত জানাবেন।

এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু
ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
ভয়ংকর হয়ে উঠে ছিলেন এসপি আব্দুল মান্নান, বরখাস্ত করল সরকার
মাধবপুর উপজেলা আ.লীগের নেতা গ্রেপ্তার  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা