বগুড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১তম বার্ষিক সাধারণ সভা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৬
অ- অ+

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়েছে।

সভার উদ্বোধন ঘোষণা করেন বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম সুরুতজামান।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল। সাধারণ সভা পরিচালনা করেন বগুড়া ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিট কার্যনিবার্হী কমিটির সদস্য এলিজা ইয়াসমিন কেয়া, আলী এখতিয়ার তালুকদার তাজু, ডা. সামির হোসেন মিশু, রফি নেওয়াজ খান রবিন, শুভাশীষ পোদ্দার লিটন, মো. মতিউর রহমান মতি ও আবু ওবায়েদ মো. বাকি।

অনুষ্ঠানে বগুড়া ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলাম ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব ও ২০২৪ সালের প্রস্তাবিত বাজেট পাঠ করেন। এ সময় ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন, আয়ও ব্যয়ের হিসাব অনুমোদন এবং ২০২৪ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেন সভায় উপস্থিত সকল আজীবন ও বার্ষিক সদস্যরা।

এরপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট খায়রুল বাশার নিলুজ ও কমিশনের অন্য দুই সদস্য আল-রাজি জুয়েল, মো. মামুন হাসান ও নির্বাচন কমিশন সচিব শিকদার রাহাত ইসলাম ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৪-২৬) পরিচালনা করেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা একেএম সুরুতজামান সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও মিসেস এলিজা ইয়াছমিন কেয়া, আলী এখতিয়ার তালুকদার তাজু, ডা. সামির হোসেন মিশু, রফি নেওয়াজ খান রবিন ও শুভাশীষ পোদ্দার লিটন সদস্য নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সম্পদের হিসাব ফেসবুকে দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
পাবনার রমা দাশগুপ্ত থেকে টলিউডের মহানায়িকা সুচিত্রা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি
শীতে ঠান্ডা পানি খেলে ওজন বাড়ে! কতটা সত্যি? কী বলছেন পুষ্টিবিদরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা