গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনাসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, বাতিল ৩

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:০৪
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, হলফ নামায় মামলা সম্পর্কিত তথ্য গোপন ও বিদ্যুত বিল বকেয়া থাকার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. সাহিদুল ইসলাম মিটুর মনোনয়ন। আর আয়কর রিটার্ন ও দলীয় মনোনয়ন না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির শিশির চৌধুরীর।

এছাড়া সমর্থন যাচাইয়ের তালিকা সঠিক না থাকায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রর্থী মো. কামাল হোসেন।

মনোনয়ন বৈধের তালিকায় রয়েছেন, গণ ফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদশে সুপ্রিম পার্টি এম নিজাম উদ্দিন লস্কর, এনপিপি’র শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্যা।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলাম গ্রেপ্তার
ভারতে পাকিস্তানের সামরিক অভিযান: ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ এর অর্থ কী?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা